As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4036

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 Feb 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার করা গত প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন সুদের টাকা গরিবদের বিলিয়ে দিতে হয়। এই সম্পরকিত হাদিস থাকলে জানাবেন। কারন অনেকে বলেন এই টাকা গরিব্দের দেয়া যাবে না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে তো সুদি লেনদেন সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। রাসূলের সময় সুদ ভিত্তিক অর্থনীতির কোন সুযোগই ছিল না সুতরাং এখন যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই ধরণের কোন সমস্যাই ছিল না। সুতরাং এই বিষয়ে হাদীস থাকবে কিভাবে? সুদ থেকে প্রাপ্ত টাকা মূলত ঐ ব্যক্তির টাকা নয়। সেই টাকা ব্যাংকে যদি রেখে দেন তাহলে সেই টাকা দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ নতুন করে সুদের ব্যবসা শুরু করবে। এতে করে সুদ খাওয়াতে সহযোগিতা হবে। তাই আলেমরা বলেছেন, ঐ টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদেরকে দিয়ে দিবে। সবচেয়ে ভালো সুদভিত্তিক কোন ব্যাংকে লেনদেন না করা, শরীয়াহ ভিত্তিক ব্যাংকে লেনদেন করা। অনেকে কারা বলে আমরা জানি না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।