As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4026

নামায

প্রকাশকাল: 6 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লা। । একজন আমকে এই বক্তব টি দিয়ে বলেছেন মহিলাদের জন্য কোন নামযেই মসজিদ যাওয়া এবং জামতে নামাজ জায়েজ নেই হোক সেটা জুম্মা বা ঈদ। আমি জানতে চাচ্ছিলাম এই বক্তব্যটি সঠিক কিনা? দয়া করে জানালে উপকৃত হব মহিলাদের মসজিদ এ জাওয়ার বিধান কি? জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. মহিলাদের বাড়িতে সালাত আদায় করাকে উত্তম বলেছেন। তবে তাদেরকে তিনি মসজিদে যাওয়া থেকে নিষেধ করেন নি।আয়েশা রা. মহিলাদের মসজিদে যাওয়া অপছন্দ করতেন। নিচের হাদীসদুটি লক্ষ্য করুন: عن بن عمر عن النبي صلى الله عليه و سلم قال : لا تمنعوا النساء أن يخرجن إلى المساجد وبيوتهن خير لهن অর্থ: আব্দুল্লাহ ইবনে উমার রা. থেকে বর্নিত, নবী সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম। মুসনাদ আহমাদ, হাদীস নং ৫৪৭১; সুনানু আবি দাউদ, হাদীস নং ৫৬৭। হাদীসটি সহীহ। শায়খ শুয়াইব আরনাউত এবং শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। عَنْ يَحْيَى – وَهُوَ ابْنُ سَعِيدٍ – عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ زَوْجَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- تَقُولُ لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِى إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِى إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ অর্থ: ইয়াহইয়া ইবনে সাইদ, আমরাহ বিনতে আব্দুর রহমান থেকে বর্ণনা করনে যে,তিনি আয়েশা রা. কে বলতে শুনেছেন, যদি রাসূলুল্লাহ সা, মহিলাদের বর্তমান অবস্থা দেখতেন তাহলে তাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন। যেমনিভাবে বনি-ইসরাইলের মহিলাদের নিষেধ করা হয়েছিল। ইয়াহহিয়া ইবনে সাইদ বলেন, আমি আমরাহকে বললাম, বনি-ইসরাইলের মহিলাদেরকে কি মসজিদে যেতে নিষেধ করা হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ। সহীহ মুসলিম,হাদীস নং ১০২৭। উপরের হাদীসদুটি থেকে একথাও স্পষ্ট যে, মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে তবে ঘরে সালাত আদায় করাই তাদের জন্য উত্তম।