As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4000

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 Jan 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার এক পরিচিত একজনকে কিছু টাকা দিয়েছিলেন উপহার সরুপ, কিন্তু টাকাটা উনি ব্যাংক থেকে ইন্টারেস্ট হিসেবে পেয়েছিলেন, এই টাকা কি নেয়া যাকে দেয়া হয়েছে উনি নিতে পারবেন?

উত্তর

ওয়াআলাইকুমুস সালাম। ব্যাংক থেকে প্রাপ্ত সুদ ব্যক্তির নিজের টাকা হিসেবে গণ্য নয়।উপহার দিতে হয় নিজের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে নয়। সুদের টাকা কোন গরীব-মিসকিনকে দিয়ে দিবে। সুদের টাকা উপহার হিসেবে দেয়া বা নেয়া জায়েজ নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।