As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3960

ইতিহাস

প্রকাশকাল: 2 Dec 2016

প্রশ্ন

নাস্তিকরা প্রশ্ন করে থাকে নবী (স:) এর সাথে যে খাদিজার বিবাহ হয়েছে তা কি শুদ্ধ অথবা ইসলাম ধর্ম আসার পর কি শুদ্ধ করেছে।

উত্তর

স্বামী-স্ত্রী একসাথে ইসলাম গ্রহন করলে পূর্বের বিবাহ শরীয়তে বহাল থাকে। নতুন করে বিবাহ করার প্রয়োজন নেই। নাস্তিকরা তো বিবাহ করাকেই বিশ্বাস করে না, পুরুষ-মহিলা, আত্নীয়-অনাত্নীয়, মাহরাম- মাহরাম নয়, ছাগল গরু সব তাদের কাছে সমান, যে কারো সাথে তারা যৌন সম্পর্কে বিশ্বাসী। সুতরাং তাদের এই প্রশ্ন করার কোন অধিকার নেই। নাস্তিকদের সাথে কোন কথা বলতে যাবেন না। উল্টোপাল্টা প্রশ্ন করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।