আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3917

হজ্জ

প্রকাশকাল: 20 অক্টো. 2016

প্রশ্ন

কোনো মহিলার উপর হজ্ব ফরজ হলে, মাহরাম পুরুষের ব্যবস্থা না হলে করনীয় কি? প্রশ্নঃহুজুর, আমার ব্যক্তিগত এ পরিমান সম্পত্তি আছে যাতে একজনের হজ্বের যাবতীয় খরচ বহন করা যায়। আর এ সম্পদ আমার প্রয়োজনীয় বিষয় থেকে অতিরিক্ত। কিন্তু আমার মাহরাম পুরুষদের কারো হজ্ব করার সামর্থ্য নাই। আমারও অন্য একজনের খরচ বহনের সামর্থ নেই৷ এমতাবস্থায় আমার জন্য করণীয় কী তা জানালে উপকৃত হব।

উত্তর

মহিলাদের উপর হজ্জ ফরজ হওয়ার অন্যতম শর্ত মাহরাম পুরুষরে সাথে যাওয়া । মাহরাম পুুরুষ না থাকা অবস্থায় টাকা পয়সা থাকলেও কোন মহিলার উপর হজ্জ ফরজ হয় না। সুতরাং মাহরাম পুরুষ যাওয়াার ব্যবস্থা না থাকলে আপনার উপর হজ্জ ফরজ নয়।