As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3917

হজ্জ

প্রকাশকাল: 20 Oct 2016

প্রশ্ন

কোনো মহিলার উপর হজ্ব ফরজ হলে, মাহরাম পুরুষের ব্যবস্থা না হলে করনীয় কি? প্রশ্নঃহুজুর, আমার ব্যক্তিগত এ পরিমান সম্পত্তি আছে যাতে একজনের হজ্বের যাবতীয় খরচ বহন করা যায়। আর এ সম্পদ আমার প্রয়োজনীয় বিষয় থেকে অতিরিক্ত। কিন্তু আমার মাহরাম পুরুষদের কারো হজ্ব করার সামর্থ্য নাই। আমারও অন্য একজনের খরচ বহনের সামর্থ নেই৷ এমতাবস্থায় আমার জন্য করণীয় কী তা জানালে উপকৃত হব।

উত্তর

মহিলাদের উপর হজ্জ ফরজ হওয়ার অন্যতম শর্ত মাহরাম পুরুষরে সাথে যাওয়া । মাহরাম পুুরুষ না থাকা অবস্থায় টাকা পয়সা থাকলেও কোন মহিলার উপর হজ্জ ফরজ হয় না। সুতরাং মাহরাম পুরুষ যাওয়াার ব্যবস্থা না থাকলে আপনার উপর হজ্জ ফরজ নয়।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।