As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3871

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। হযরত আমার কয়টা প্রশ্নের উত্তর দিবেন দয়া করে – ১. আত্মীয় স্বজন একজন আর একজনের সাথে যোগাযোগ করলে কি ছোট হয়ে যাওয়া হয়? বিশেষ করে ছেলের বাবা মা যদি; ছেলের বউয়ের বাবা মায়ের সাথে যোগাযোগ (ফোনে) করে। এতে কি ছেলের বাবা মায়ের মান সম্মান হানি হয় / তাহারা ছোটো হয়ে যায়? এবং কোরআন ও হাদিসে কোথাও কি লিখা (নিয়ম) আছে যে শুধু মেয়েদের বাবা মারা ছেলের বাবা মায়ের সাথে (ফোন)/ যোগাযোগ করবে? বা আগে মেয়ের বাবা মা ছেলের বাবা মায়ের সাথে যোগাযোগ করবে; তার পর ছেলের বাবা মা মেয়ের বাবা-মা সাথে যোগাযোগ করবে? এক জন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। ছেলের বাবার পক্ষ থেকে ছেলের বউয়ের বাব-মায়ের সাথে যোগাযোগ রাখা কোন অন্যায় নয়। আত্মীয়-স্বজনরা একজনআরেকজনকে সম্মান করবে এটাতো খুবই ভালো কাজ। ছেলের বাবা মা ছেলের বউয়ের বাবা মায়ের সাথে যোগাযোগ করাকে খারাপ মনে করা নীচু মনের মানসিকতার পরিচয়। একটা পরিহার করা আবশ্যক। ২। কোন সন্তানের প্রতি পিতা-মাতা অন্যায় করলে অবশ্যই তারা অপরাধী হবেন। তবে কোন সন্তানের পিতা-মাতার প্রতি অধিক যত্নবান হওয়ার কারণে পিতা-মাতা সেই সব সন্তানদের কিছু টাক-পয়সা বেশী দিলে সেটা অন্যায় হবে ন। ৩। না, আপনাদের এই টাকার যাকাত দিতে হবে না। তবে টাকার যিনি মালিক তাকে ঐ টাকার যাকাত দিতে হবে।