আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3849

হাদীস

প্রকাশকাল: 13 আগস্ট 2016

প্রশ্ন

*মুহতরাম,হাদীসে উল্লেখিত আছে,কোনো গোলাম তার মনিবের কাছ থেকে না বইল্লা চলে এলে তার নাকি কোনো ইবাদাত কবুল হয় না। #Question:সৌদিতে অনেক উম্মাল/আমেল/ গোলাম তারা তাদের কপিলের ভিবিন্ন ধরনের জুলুমের স্বিকার হয়ে না বলে চলে আসে,কাজ ভালো লাগে না,বেতন কম ইত্যাদি কারনে চলে আসে,তারপর কপিল হুরুপ মেরে দেয়। তাহলে কি এই উম্মালের কোনো ইবাদাত কবুল হবে না।

উত্তর

বর্তমানে বিশ্বে কোথাও গোলাম নেই। আছে উম্মাল বা শ্রমিক। সুতরাং গোলামের হাদীসে শ্রমিকদের জন্য প্রযোজ্য নয়। জুলুমের স্বীকার হয়ে কোন শ্রমিক পালিয়ে আসলে সমস্যা নেই। কিন্তু কাজ ভালো না লাগার কারণে, বেতন কম হওয়ার কারণে যদি চলে আসে আর সেই মালিক এর কারণে ক্ষতিগ্রস্থ হয় তাহলে শ্রমিকের গুনাগ হবে যদি শ্রমিক পূর্ব থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার অঙ্গিকার করে আর যদি সে সময়ের কোন চুক্তি না থাকে তাহলে কোন গুনাহ হবে না।