As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3847

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 11 Aug 2016

প্রশ্ন

আসসালামাইলায়কুম শায়েক, আমি সাবিদ আহমেদ। আমি খুবই সমস্যা মধ্যে আছি। আমি আরো একবার প্রশ্ন করেছি উওর পায় নাই। আমার একটি খবুই ব্যাক্তিগত প্রশ্ন আছে দয়া করে উওর দিবেন। আমার বয়স যখন ৫ তখন, আমার মা ও বাবা ডিভোস হওয়া পর তারা ২ জনে আবার আলাদা আলাদা বিয়ে করে। আমার মা যেখানে নতুন করে বিয়ে হয় সেখানে ওনার আগে বউ মারা যায় এবং নতুন বাবা আগের ছেলে মেয়ে আছে, আমি প্রায় ঔ বাড়িতে আসা যাওয়া করি। আসা যাওয়া মাঝে আমার নতুন বাবা মেয়ে সাথে আমার ভালোবাসা হয়। আমাদের রিলেশন প্রয় ৮ বছর। আমারা একে ওপর কে ভালোবাসি। যেহেতু আমাদের মধ্য কোন রক্ত সম্পক নাই, আর ইসলামে ১৪ নারী মধ্য ও পড়ে না আমরা তাই আমরা পরিবারকে না জানিয়ে বিয়ে করি কাজী কাছে গিয়ে সাক্ষী ছিল আমার বোন। বিয়ে করেছি আজ ৫ বছর । এখন আমাদের ২ পরিবার আমাদের সম্পক কথা জানে। আমার মা মেনে নিয়েছে কিন্তু মেয়ে বাবা ও ভাই এই বিয়ে মানে নাই। তারা মেয়ে কে অন্য ছেলে সাথে বিয়ে দেয় টেলিফনে কাবিন হয় নাই। ছেলে বিদেশ থেকে এসার পর মেয়ে তাকে সব বললে ছলে চলে যায় কিক্তু মেয়েকে কোন খরচ দিতো না আর ১বছর ছেলে মেয়েকে ফোনে তালাক দেয়। এখন মেয়ের বাবা আবার মেয়ে কে বিয়ে দেওয়া জন্য ওঢে পড়ে লাকছে। আমার প্রশ্নঃ
১। আমাদের বিয়ে কি যায়েজ
২। আমাদের বিয়ে কি হয়েছে
৩। মেয়ে কি নতুন বিয়ে হয়েছে
৪। এখন আমার কি করা
সঠিক সহি হাসিদ মাধ্যমে সমাধন দিবেন এবং যে শায়ক ফতেয়া দিবেন তার নামটা যদি জানাতেন তাহলে আমি খুবই উপকৃত হবো। আমি উওরে অপেক্ষায় থাকবো। আমি এ হাদিস রেফারেন্স আমার পরিবারকে দিবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই প্রশ্নের বিস্তারিত উত্তরের জন্য ফোন করবেন। তবে সর্বশেষ তালাক প্রাপ্ত হওয়ার ৩ মাসিক পার হওয়ার পর আপনি তাকে বিবাহ করতে পারবেন। আপনাদের প্রথম বিয়ে হয়েছে কি না সেটা জানতে আমাদের দেয়া 0041 নং প্রশ্নের উত্তর দেখুন। শুধু একজন মহিলার সাক্ষীর ভিত্তিতে বিবাহ হয় না। কারো সাথে বিবাহে থাকা অবস্থায়ও আরেকজনের সাথে বিবাহ হয় না। এবার দেখুন আপনাদের আসলে কি হয়েছে। প্রয়োজনে 01715400640

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।