আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3839

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 3 আগস্ট 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওআরাহমাতুল্লাহ ওআবারাকাতুহ প্রিয় শাইখ,
আমার একটি খুবই গুরুত্বপূর্ণ জীবনঘনিষ্ঠ প্রশ্ন আছে। তাই আপনার দ্বারস্থ হয়েছি। আমাদের সমাজে এমন অনেক অনেক লোক আছেন যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন না। কেউ কেউ এমনও আছেন, যারা ৩ ওয়াক্ত বা ৪ ওয়াক্ত সালাত আদায় করেন, বাকি সালাত আদায় করেন না। আমার প্রশ্ন হচ্ছে –
(১) এমন লোকের অন্য ফরজ ইবাদত যেমন, যাকাত, সাওম, হজ্জ আল্লাহর কাছে কবুল হবে কি না? পাশাপাশি অন্যান্য আরো যেসব ফরজ বা ওয়াজিব ইবাদত আছে সেগুলো কবুল হবে কি না?
(২) এমন লোকের অন্য নফল ইবাদত যেমন, নফল সালাত, নফল সাওম, নফল দান সাদাকা, ফিতরা ইত্যাদি আল্লাহর কাছে কবুল হবে কি না?
জানালে খুবই উপকৃত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওআরাহমাতুল্লাহ। জাজাকাল্লাহু খাইরান, এস. এম. রুম্মান ওয়াহিদ, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০১৭১৫১৩৪১৬১6

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায ছেড়ে দেয়া অত্যন্ত গর্হিত কাজ। তবে নামায নিয়মিত না পড়ার কারণে অন্যান্য ফরজ ও নফল ইবাদত কবুল হবে না, এমন নয়। অন্যান্য ইবাদত কবুল হবে।