As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3814

সুন্নাত

প্রকাশকাল: 9 Jul 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম জনাব,
আমি সরকারী চাকুরী করি। আমার কিছু ব্যক্তিগত টাকা এবং ব্যাংক থেকে লোন নিয়ে আমার এলাকায় কিছু মানুষকে প্রদান করি এই শর্তে,
৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকায় এক বছর পরে আমাকে ১৮.৭৫ মন ধান দিবে এবং আমার আসল টাকা থেকে যাবে। যেহেতু আমি চাকুরী করি তাই ধানের সময় বাড়িতে যেতে পারি না এজন্য গ্রহিতা আমাকে ধান বিক্রি করে টাকা দিয়ে দেয় । টাকা কোন নির্দিষ্ট নয় বর্তমান বাজার দর কম/বেশি হতে পারে কোন জুলুম নেই এবং টাকা নেয়ার সময় আমি প্রত্যেক জনকে ৫০০/১০০০ টাকা জমির খাজনা বাবদ ছেড়ে দিই। আপনার কাছে আমার জানার বিষয় এই পদ্ধতিতে আমার টাকা দেয়া/নেয়া জায়েজ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন অস্পষ্ট। আপনি এশার পর এই নাম্বারে ফোন করবেন 01762629405

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।