আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3793

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 18 জুন 2016

প্রশ্ন

আস্সালামুআলাইকুম
আমার কিছু প্রশ্ন আছে দয়া করে উত্তর দিলে উপকৃত হব
১. আমার আম্মা গত ২/১০/ ২০১৮ তারিখে আল্লাহর ডাকে সারা দিয়েছেন, এখন আমি জানতে চাচ্ছি যে কি কি ভাবে আমি দুনিয়া থেকে আমার আম্মার আখিরাতের উপকারে আসতে পারি?
২. আমি (নফল) সলাতে এভাবে সূরা পড়লে কি ওঠিক হবে যেমন একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা গুলো যেগুলো আমার মুখাস্থ আছে এগুলো পড়তে চাই এর জন্যে কি সিরিয়াল মেইনটেইন করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মৃত ব্যক্তির জন্য কী করতে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের দেয়া 0304 নং প্রশ্নের উত্তর দেখুন। ২। জ্বী, এভাবে পড়লে হবে। সিরিয়াল ঠিক রাখা আবশ্যক নয়, তবে ভালো।