আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 379

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 12 ফেব্রু. 2007

প্রশ্ন

আপনি সাইয়্যিদ কুতুবের ফী যিলালিল কুরআন পড়তে বলেন,অথচ অনেক আলিম এতে খারেজী চিন্তা-চেতনা ও আরো বিভিন্ন প্রকারের বহু ভুল আছে বলে দাবী করেন। এ ব্যাপারে কিছু বলবেন কি?

উত্তর

আমরা বিষয়টি মোটেও বুঝি না। মানুষের রচিত কোনো গ্রন্থ কি নির্ভুল হতে পারে? কোনো বই পড়তে বলার অর্থ কি বইটি বা লেখককে নির্ভুল বলে মনে করা? কোনো গ্রন্থে ভুল থাকলে কি তা নিষিদ্ধ হয়? মূল কথা হলো, মুমিনকে সকল বিষয় যাচাই করতে হবে। প্রত্যেক আলিম তাঁর সাধ্যমত লিখতে চেষ্টা করেছেন এবং কেউই ভুলের উর্ধ্বে নন। তফসীরে জালালাইনে এমন কিছু ইহুদি বর্ণনা বিদ্যমান যা নবীগণের নিষ্পাপত্ব বিষয়ক ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক। তাফসীরে তাবারীতে জাল হাদীস রয়েছে। তাফসীরে কাশশাফে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা শক্তভাবে খ-ন করে মুতাযিলী আকীদা প্রমাণ করা হয়েছে এবং আহলুস সুন্নাতের নিন্দা করা হয়েছে। হাদীসের অনেক গ্রন্থে জাল হাদীস রয়েছে। প্রসিদ্ধ আলিমগণের অনেক গ্রন্থেই কিছু আপত্তিকর বা বিতর্কিত তথ্য বিদ্যমান।