As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3755

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 11 মে 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ভাই। আমার একটা বিষয় সম্পর্কে জানার প্রয়োজন। আমরা যারা কুরআন পড়তে পারি না বা অনেক দিন না পড়ার কারণে ভুলে গেছি তারা যদি মোবাইলের মাধ্যমে কুরআন শুনি তাহলে কি সওয়াব হবে? বা আমি শোয়ার সময় কানে হেডফোন ব্যবহার করে কুরআন শুনি অন্যথায় শুয়ে শুয়ে কুরআন মোবাইলের মাধ্যমে শুনতে থাকি তাহলে গুনাহ হবে? জানালে খুব উপক্রিত হব। অনেকে অনেক ভাবে এটাকে ব্যখ্যা করছেন। দয়া করে জানতে পারলে ভাল হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুসলিম হিসেবে অবশ্যই আপনার কুরআন পড়া শেখা উচিৎ। কুরআন না শিখলে তো নামায না হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখনই আপনি সময় বের করে কুরআন শিখতে শুরু করুন। আর কুরআন শোনা একটি ভিন্ন ইবাদত। মোবাইলে কুরআন শুনলেও সওয়াব হবে। শুয়ে শুয়ে শুনতে কোন সমস্যা নেই।