আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3702

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 19 মার্চ 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার পরিবার অনেক বিপদে আমার বাবার অনেক ঋন এবং নামাজে অমনোযোগী । সন্তান হয়ে এমন কোন বিশেষ আমল আছে কী আল্লাহ আমার বাবাকে হেদায়াত করেন এবং খুব তাড়াতাড়ি ঋন মুক্ত করেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। ঋন মুক্তির জন্য নিম্নের দুআটি সকাল-সন্ধ্যা পড়বেন আর নামাযের পর এবং অন্যান্য সময় আপনার বাবার জন্য দুআ করবেন। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ