As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3702

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 19 Mar 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার পরিবার অনেক বিপদে আমার বাবার অনেক ঋন এবং নামাজে অমনোযোগী । সন্তান হয়ে এমন কোন বিশেষ আমল আছে কী আল্লাহ আমার বাবাকে হেদায়াত করেন এবং খুব তাড়াতাড়ি ঋন মুক্ত করেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। ঋন মুক্তির জন্য নিম্নের দুআটি সকাল-সন্ধ্যা পড়বেন আর নামাযের পর এবং অন্যান্য সময় আপনার বাবার জন্য দুআ করবেন। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।