As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3682

হালাল হারাম

প্রকাশকাল: 28 Feb 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম……শায়েখ-ইসলামী ব্যংকে লেনদেন বা চাকরী করা যাবে কি? একটু বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী ব্যাংকসমূহ যদি তাদের সংবিধান অনুযায়ী চলে তাহলে সেখানে লেনদেন-চাকুরী জায়েজ। তবে অনেক সময় তারা পরিপূর্ণ নিয়ম রক্ষা করে চলে না। এই জন্য দেখতে হবে প্রকৃত পক্ষেই ঐ ব্যাংক ইসলামী শরীয়াহ মোতাবেক চলে কি না। না চললে, সেখানে টাকা রেখে সেই টাকার লভ্যাংশ নেয়া যাবে না, এবং চাকুরী থেকেও বিরত থাকতে হবে।প্রয়োজনে 01762629405 এশার পর

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।