আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3659

হাদীস

প্রকাশকাল: 5 ফেব্রু. 2016

প্রশ্ন

কাজা নামাজ আদায়ের নিয়ম বললে উপক্রিত হব।

উত্তর

কাজা নামাযের স্পেশাল কোন নিয়ম নেই। যে ওয়াক্তের কাজা করবেন ঐ ওযাক্তের নিয়ত করে স্বাভাবিক নামাযের মত আদায় করবেন। শুধু ফজর আদায় করবেন।