As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3655

সুন্নাত

প্রকাশকাল: 1 ফেব্রু. 2016

প্রশ্ন

আসসলামু আলাইকুম। ওজু র সময় কি গড়গড়াসহ কুলি করা উচিত নাকি এমনি কুলি করতে হাদিসে কি গড়গড়াসহ কুলি করার কথা আছে একটু বলবেন দয়া করে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, গড়াগড়া কুলি করতে হবে। তবে রোজা থাক অবস্থায় গলার বেশী ভিতরে পানি দিবেন না, এক্ষেত্রে রোজা ভেঙে যাওয়ার ঝুকি থাকে।