As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3626

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 3 Jan 2016

প্রশ্ন

আমি একজন ছাত্র। আমার শুচিবায়ু সন্দেহ করা রোগ আছে সেটা আমি জানিনা। কিন্তু আমি গোসল করলে মনে হয় গোসল ঠিক ভাবে হলো না। আবার পেশাব করলে ধারণা হয় কাপড়ে বা শরীরে পেশাব লেগে আছে কি না। । কারো শরীরে হাত দিলে মনে হয় তার শরীরে নাপাকি লেগে আছে কি না। মরিচা কি নাপাকি? কারণ এইজন্য আমি দরজা ও তালাচাবি তে হাত দিতে পারি না। এক কথায় নাপাকির বিষয়ে খুব সন্দেহ কাজ করে। আবার মসজিদে নামায পড়তে গেলে মনে হয় মসজিদের বিছানায় কোন নাপাকি লেগে আছে কি না?দয়া করে কুরআন ও হাদিস অনুযায়ী উত্তর দিবেন।

উত্তর

শুধু সন্দেহ হলেই আপনি নাপাক মনে করবেন না। যখন নিশ্চিত জানতে পারবেন যে, নাপাক, তখনই কেবল নাপাক মনে করবেন। মরিচা নাপাক নয়, তালা-চাবিতে হাত দিলে কিছুই হবে না। সন্দেহ দূর করার উপায় হলো সন্দেহ অনুযায়ী কাজ না করা। এভাবে এক সময় সন্দেহ দূর হয়ে যাবে ইনসশাআল্লাহ।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।