আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 344

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 8 জানু. 2007

প্রশ্ন

মহিলা, পুরুষ ও নাবালক ছেলেমেয়েদের জানাজার নামাযের ক্ষেত্রে নীয়তে ও নামাযে কোন পার্থক্য আছে কী? থাকলে, সেগুলো কীকী দয়া করে জানাবেন ।

উত্তর

নিয়ত হলো মনের সংকল্প। আপনার সামনে যার জানাযা আসবে আপনার মনে তাঁর জানাযার নিয়তই হবে।আমাদের সমাজে নিয়তের নামে যা কিছু প্রচলিত তা হাদীসে নেই। সুতরাং নিয়তের পার্থক্য বলে কিছু নেই।আর মহিলা ও পুরুষের জানাযার নামাযে কোন পার্থক্য নেই। তেমনি না বালক ছেলে মেয়েদের জানাযার নামাযে কোন পার্থক্য নেই। তবে না বালক ছেলে-মেয়েদের জন্য হাসান বসরী রহ. আলাদা দুআ করতেন মর্মে বুখারীতে বর্ণিত আছে। জানাযা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত,পৃষ্ঠা নং ৪৩৪-৪৪৪।