As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3412

প্রশ্ন

নাস্তিকরা প্রশ্ন করে থাকে নবী (স:) এর সাথে যে খাদিজার বিবাহ হয়েছে তা কি শুদ্ধ অথবা ইসলাম ধর্ম আসার পর কি শুদ্ধ করেছে।

উত্তর

নাস্তিকরা তো বিবাহকে প্রয়োজনই মনে করে না, তারা তো ছেলে ছেলে কিংবা মেয়ে মেয়ে যৌনাচার করাকেও বৈধতা দেয়। সুতরাং তাদের প্রশ্নের উত্তর এভাবেই দিবেন, যারা বিয়েতেই বিশ্বাস করে না তাদের আবার বিবাহ শুদ্ধ হয়েছে কি না? এই প্রশ্ন কিসের। ইসলামের বিধান হলো স্বামী ও স্ত্রী যদি একসাথে ইসলাম গ্রহন করে তাহলে তাদের কাফের থাকা অবস্থায় করা বিবাহকে বৈধতা দেয়া হবে, নতুন করে বিবাহ করা লাগবে না। আর রাসূূলুল্লাহ সা. এর ক্ষেত্রে বিষয়তো আরো অন্যরকম। তখন তো ্ইসলাম ছিলই না। যখন ইসলাম এসেছে খাদীজা রা. সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহন করেছেন। তাই নতুন করে বিয়ে করার কোন প্রয়োজন হয় নি। ইসলাম গ্রহনের কারণে বিবাহ পুনারায় করার কথা ইসলামে নেই।