As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3400

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 22 May 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম। জি মুহতারাম আমি সেই ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তাবলীগের আমীর মানা যে ফরজ এর কোন দলিল কি কুরআন হাদীসে আছে? তিনি আমাকে জানালেন আমীর মানা যে ফরজ একথা তো কুরআন হাদীসে অনেক জায়গায় আছে ! আমি বল্লাম এগুলো কি তাবলীগের আমীর মানা ফরজ হওয়ার দলিল? উনি বল্লেন হাদীসে আমীর মানা বাধ্যতামূলক বলা হয়েছে এথেকে পরিষ্কার বোঝা যায় তাবলীগের আমীর মানাও বাধ্যতামূলক। উল্রেখ্য আপনাদের প্রতিষ্ঠানে ইতিপূর্বে উক্ত ভাই এর রেফারেন্স দিয়ে উল্লিখিত বিষয়ে প্রশ্ন করলে আমাকে উক্ত ভাই এর কাছে তাবলীগের আমীর মানা যে ফরজ এর দলিল জানতে বলা হয়েছিল। মুহতারাম এ ব্যপারে কুরআন হাদীসের সঠিক সমাধান দিবেন আশা করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমীর মানা ফরজ এর অর্থ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধানের শরীয়ত বহির্ভূত নয় এমন আদেশ-নিষেধ মান্য করা ফরজ। যুদ্ধের ময়দানে এবং অন্যান্য স্থানে ইসলামী রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আমীর বা অধিনায়ককে মান্য করা ফরজ। এর বাইরে আপনি কোন দাওয়াতী বা সামাজিক সংগঠনের সাথে যুক্ত হলে ঐ সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে তার আইন কানুন (শরীয়া বহির্ভূত না হলে )মান্য করা আপনার উপর কর্তব্য। তাবলীগের কাজে তাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা কাজের নেতৃত্ব দেন তাদের কথা মান্য করা শৃঙ্খলা রক্ষা করার জন্য আবশ্যক। তবে কুরআন-হাদীসের আমীর মানার সাথে এর কোন সম্পর্ক নেই। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01762629405

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।