As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 3360
আমাদের দেশে বিভিন্ন ধরনের লাইসেন্স যেমন (গাড়ি, ড্রাইভিং, ব্যাবসায় প্রতিষ্ঠা এবং আরো বিভিন্ন ধরনের লাইসেন্স এর খেত্রে) যে ঘুষ দিতে হয় এটা একটা গুনাহের কাজ। আমরা তাহলে কিভাবে লাইসেন্স করবো?দয়া করে কুরআন-সুন্নহর আলোকে সঠিক সমাধান জানাবেন। এমন পরিস্থিতিতে লাইসেন্স কিভাবে করলে আল্লাহর অসন্তোষ থেকে বাঁচা যায়? জাজাকাল্লাহ খাইরান

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3360

প্রশ্ন

আমাদের দেশে বিভিন্ন ধরনের লাইসেন্স যেমন (গাড়ি, ড্রাইভিং, ব্যাবসায় প্রতিষ্ঠা এবং আরো বিভিন্ন ধরনের লাইসেন্স এর খেত্রে) যে ঘুষ দিতে হয় এটা একটা গুনাহের কাজ। আমরা তাহলে কিভাবে লাইসেন্স করবো?দয়া করে কুরআন-সুন্নহর আলোকে সঠিক সমাধান জানাবেন। এমন পরিস্থিতিতে লাইসেন্স কিভাবে করলে আল্লাহর অসন্তোষ থেকে বাঁচা যায়? জাজাকাল্লাহ খাইরান

উত্তর

বৈধ যে কোন ব্যাপারে লাইসেন্স পাওয়া আপনার অধিকার। আপনি যদি লাইসেন্স পাওয়ার সকল শর্ত পূরণ করার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টাকা ছাড়া আপনাকে লাইসেন্স না দেয় তাহলে নি:সন্দেহে আপনি জুলুমের শিকার। আর তারা জালেম। এই অবস্থায় বাধ্য হয়ে টাকা দিলে আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন।