As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 336
পরীক্ষার সময় আমি কাউকে দেখাই না কারন এটা প্রতারণা। আমার বন্ধুরা তাই বলছে তুই না দেখ কিন্তু আমাদের বলেদে আমি তাদের বলছি এ তে আমার গুনা হবে। কিন্তু তারা বলে, পরীক্ষ হলে আর এক জন কে সাহায্য করলে গুনাহ হবে না। তারা এর উওর জানতে চেয়েছে। আজ জানালে উপকৃত

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 336

প্রশ্ন

পরীক্ষার সময় আমি কাউকে দেখাই না কারন এটা প্রতারণা। আমার বন্ধুরা তাই বলছে তুই না দেখ কিন্তু আমাদের বলেদে আমি তাদের বলছি এ তে আমার গুনা হবে। কিন্তু তারা বলে, পরীক্ষ হলে আর এক জন কে সাহায্য করলে গুনাহ হবে না। তারা এর উওর জানতে চেয়েছে। আজ জানালে উপকৃত হতাম।

উত্তর

পরীক্ষার হলে দেখা বা দেখানো উভয়টিই না জায়েজ, অন্যায়। এই কাজ থেকে বিরত থাকা আবশ্যক।