As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 333
আসসালামু আলাইকুম। আমরা 6-7 জন স্টাফ-বাসে অফিসে যাই। আমাদের এক ভাই প্রতিদিন অফিস যাওয়ার পথে গাড়িতে বুখারী, মুসলিম, আবু দা্উদ ইত্যাদি হাদীস কিতাবের বাংলা অনুবাদ থেকে 5-6টি হাদীস পড়ে শুনান।দু-একজন অভিমত দেন যে এভাবে চলন্ত গাড়িতে হাদীসের তালিম করলে হাদীসের অসম্মান করা হয়।আমরা কী করব বুঝতে পারছি না। এ

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 333

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমরা 6-7 জন স্টাফ-বাসে অফিসে যাই। আমাদের এক ভাই প্রতিদিন অফিস যাওয়ার পথে গাড়িতে বুখারী, মুসলিম, আবু দা্উদ ইত্যাদি হাদীস কিতাবের বাংলা অনুবাদ থেকে 5-6টি হাদীস পড়ে শুনান।দু-একজন অভিমত দেন যে এভাবে চলন্ত গাড়িতে হাদীসের তালিম করলে হাদীসের অসম্মান করা হয়।আমরা কী করব বুঝতে পারছি না। এ বিষয়ে আপনার নিকট শরীয়তের কুরআন হাদীসের আলোকে আলোকে সুস্পষ্ট দিকনির্দেশনা আশা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে হাদীসের প্রতি অসম্মানের কিছু নেই। আপনারা এভাবে হাদীসের তালীম করছেন এটা খুবই আনন্দের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে দীনের উপর চলার তাওফীক দিন।