ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ভাই আপনার আল্লাহ ভীতির যে অনুভূতি সৃষ্টি হয়েছে সেজন্য আপনাকে মোবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اتقوا الله مااستطعتم তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমত ভয় কর। আসলে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন, সে সমস্যাটি শুধুমাত্র ইউনিভার্সিটিতে নয়, যেমন, হাট-বাজার, যানবাহনসহ সর্বক্ষেত্রেই এ সমস্যাটি রয়েছে। আপনি এ ক্ষেত্রে যে বিষয়টির প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন, তা হলো যথাসম্ভব আপনার কর্মস্থলে দৃষ্টি হেফাযত করবেন, তথা দৃষ্টি অবনত রাখবেন। বিশেষ কোনো প্রয়োজনে যদি আপনাকে ছাত্রীদেরকে কিছু বুঝাতে হয় তাহলে আপনি বিশেষ কারোর প্রতি দৃষ্টিপাত না করে সামগ্রিকভাবে ক্লাসের দিকে তাকিয়ে বা তাদের থেকে প্রশ্ন শুনে ছাত্রদের দিকে তাকিয়ে আপনার পাঠদান করতে পারেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন।