As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3219

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 22 Nov 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, নিচের ঠোঁটের নিচের চুল কাটা যাবে কি? আমার ঠোঁটের নিচের চুল গুলো মুখের দিকে চলে আসছে। আর অনেকে দেখি গালের দাড়ি কাটে। দাড়ি রাখার সঠিক নিয়ম কি? দলিল সহ উত্তর দিলে উপকৃত হব ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেশী চিন্তা না করে স্বাভাবিকভাবে দাড়ি রাখুন। দাড়ি বিষয়ে দলীলসহ বিস্তারিত জানতে পড়ুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত পোশাক, পর্দা ও দেহসজ্জা বইটি।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।