As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3217

জান্নাত-জাহান্নাম

প্রকাশকাল: 20 Nov 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি অনেকবার প্রশ্নটা করেছি কিন্তু উত্তর পেলাম না,দয়াকরে জানান একটু… আমি স্যারকে খুব ভালোবাসি, স্যারকে আমি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসি, আমার জীবনে স্যারের তুলনা ভাষাহীন, আল্লাহ স্যারকে যেন জান্নাতের উচ্চস্থান দান করেন। আমার প্রশ্ন হলো সড়ক দূরঘটনায় মৃত্যু ইসলাম বিধানে কি বলেছেন হাদিস থেকে যানাবেন প্লিজ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্নের উত্তরটি স্বয়ং আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. এর মুখ থেকেই শুনুন। ইউটিউবে সার্স করুন এটা লিখে সড়ক দুর্ঘটনাতে মারা গেলে কি শহীদ। https://www.youtube.com/watch?v=lw0Xt_IKFuk

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।