As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3211

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 Nov 2014

প্রশ্ন

আসসালা মুয়ালাইকুম। স্যার, আমার বোন দীর্ঘদিন ধরে একটি সমস্যায় আছে যেটা প্রায় ১৫ বছর। তার পেটর মধ্যে বাচ্চার মতো কি যেনো আছে যেটা ডাক্তারি কোনো পরিক্ষায় উঠছে না। অনেক আলেম ফকিরও দেখিয়েছি কোনো কাজ হয়নি। তারা বলেন এটা নাকি জীনের ছুরতে পেটে অবস্থান করছে। আর ওকে চিকিৎসা করার জন্য কোথাও নিয়ে গেলে তাকে অনেক কষ্ট দেয়া হয়। এখন এসমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আপনাদের জানা থাকলে দয়াকরে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ডাক্তাররা কী বলে সেটা লিখলে ভালো হতো। যদি জ্বীনের কোন সমস্যা সত্যিই হয়ে থাকে তাহলে একটি রাহে বেলায়াত বই সংগ্রহ করুন। ওখানে জ্বীন থেকে পরিত্রান লাভের জন্য বিভিন্ন দুআ ও যিকির উল্লেখ আছে। সেগুলো আমল করতে থাকুন। আশা করি তিনি ভাল হয়ে যাবেন। আমরা আল্লাহর কাছে দুআ করি তিনি যেন তাকে সুস্থ করে দেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।