As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3207

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 10 Nov 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জনাব,
1. মেয়েদের ফরজ গোসল আদায়ের সময় কানের ও নাকের ছিদ্র দিয়ে কিভাবে পানি পৌঁছাবে(যদি নাক ও কান ফুল শরীলে না থাকে কিন্তু নাকে ও কানে ছিদ্র থাকে )
2. যদি সকালে সফরসম দূরত্বে যাত্রা শুরু করার নিয়ত করি তাহলে ভোরে রোযা রাখতে হবে কি না? আর যদি ঐদিন রোজা রেখে ভেংগে ফেলি তাহলে হুকুম কী হবে?
3. নফল সালাত শুরু করে তা ভেংগে ফেললে পরে আদায় করা ওায়াজিব বলে জেনেছি । নফল রোজার ক্ষেত্রে হুকুম কী হবে? জাযাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নাক-কানের ছিদ্রে কিছু না থাকলে এমনিতেই পানি পৌছে যাবে। যদি মনে হয় পৌছোচ্ছে না তাহলে ওখানে আলাদা করে একটু পানি দিবেন। ২। হ্যাঁ, ভোরে রোজা রাখতে হবে। কারণ কোন কারণে আপনার সফর নাও হতে পারে। তাই রোজা রাখতে হবে। সফর অবস্থায় এই রোজা ভাঙলে কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। ৩। একই হুকুম। নফল রোজা ভাঙলে কাজা করতে হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।