আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 316

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 ডিসে. 2006

প্রশ্ন

স্ত্রী যদি স্বামীর অজান্তে বা অনিচ্ছায় বা অসন্তুষ্টিতে স্বামীর টাকা খরচ করে ফেলে বা কোন সম্পদ নষ্ট করে ফেলে তার হুকুম কী?স্ত্রী যদি অন্য কারো টাকা বা সম্পদ নিয়ে এমন কিছু করে ফেলে তার হুকুম কী?

উত্তর

স্বামী যদি স্ত্রীর বা ছেলে-মেয়ের প্রয়োজনীও খরচ না দেয় তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ব্যতিত তার সম্পদ থেকে প্রয়োজনীও খরচ করতে পারবে। আর যদি অন্যায়ভাবে স্বামী বা অন্য কারো সম্পদ নষ্ট করে তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে।