As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 308
আসসালামুআলাইকুম I আলহামদুল্লিল্লাহ স্যার এর লেকচারগুলো খুব সহজভাবে বুঝা যায় I আলহামদুল্লিল্লাহ আামি নিয়মীত কুরআন, হাদীস, ইসলামীক বই পড়ি, ইসলামীক লেকচার শুনি, কিন্তু আমি একজন দায়ী হতে চাই I আমরা যারা মাদ্ররাসায় পরি নি, তাদের জন্য কী কোন ডিপলোমা কোস আছে । আমি স্যারের আল্লাহর পথে দাওয়া বইটি পড়েছি

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 308

প্রশ্ন

আসসালামুআলাইকুম I আলহামদুল্লিল্লাহ স্যার এর লেকচারগুলো খুব সহজভাবে বুঝা যায় I আলহামদুল্লিল্লাহ আামি নিয়মীত কুরআন, হাদীস, ইসলামীক বই পড়ি, ইসলামীক লেকচার শুনি, কিন্তু আমি একজন দায়ী হতে চাই I আমরা যারা মাদ্ররাসায় পরি নি, তাদের জন্য কী কোন ডিপলোমা কোস আছে । আমি স্যারের আল্লাহর পথে দাওয়া বইটি পড়েছি । আমার জন্য এখন কোন সুযোগ আছে প্রাতিষ্ঠানিকভাবে দ্বীন শিক্ষার?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আল্লাহার কাছে দুআ করি যেন তিনি আপনাকে দায়ী হিসাবে কবুল করেন। আমরা এই বিষয়ে একটি অনলাইন ডিপ্লোমা কোর্স চালু করার পরিকল্পনা করছি। সিলাবাস নির্ধারণ এবং অন্যান্য কাজ চলছে। দুআ করতে থাকুন যেন অচিরেই এটা করা সম্ভব হয়।