As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3077

সালাত

প্রকাশকাল: 3 Jul 2014

প্রশ্ন

স্যার আসসালামুয়ালাইকুম। আপনার আবগতির জন্য জানাচ্ছি যে আমি নিম্নোক্ত নিয়মে সালাত আদায় করি কিন্তু এইসব নিয়মের পক্ষে সুন্রিদ্রিষ্ট কোন রেফেরেন্স/দলিল সম্পর্কে জানিনা। রসূল (সাঃ) এর সুন্নাহ্ অনুসারে মহান আল্লাহ্ র ইবাদত করতে চাই। আপনার কাছে অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে নিম্নোক্ত বিষয়গুলো আপনার কোন পুস্তকে রেফারেন্স/দলিল সহ বর্ণনা করা আছে জানালে কৃতজ্ঞ থাকব। ১। সুরা ফতিহা শেষে জোরে আমিন বলা। ২। রুকুতে যাওয়ার আগে ও রুকু থেকে উঠার সময় কান/কাধ পর্যন্ত হাত উঠানো। ৩। বইঠকে তাশাহুদ পড়ার সময় শাহাদাৎ আঙ্গুলে ঈশারা করা ও শাহাদাৎ আঙ্গুল নাড়ানো। ৪। কাতারে পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুল লাগিয়ে দাঁড়ানো। ৫। বিতরের সালাত ১ রাকাত আদায় করা। মহান আল্লাহ্ আপনার সহায় হবেন ইনশাআল্লাহ্। আসসালামুয়ালাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে এতগুলো দলীল দেয়া সম্ভব নয়। আপনি যাদের থেকে এভাবে শিখেছেন তাদের থেকে দলীল সংগ্রহ করলে সবচেয়ে ভাল হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।