As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3056

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 Jun 2014

প্রশ্ন

আমি মানসিক ভাবে ভীষণ চিন্তাগ্রস্ত! দয়া করে কোনো উপায় বলবেন যেটা নামাজের সাথে করা যায়!

উত্তর

আপনি নিচের দুআটি সকলা-সন্ধ পড়বেন। আর শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত সহীহ মাসনুন ওযীফা নামক বইটি সংগ্রহ করে সেখান থেকে আপনার প্রয়োজন মত দুআ পাঠ করতে পারেন। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ সহীহ বুখারী, হাদীস নং 2893

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।