As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3031

হালাল হারাম

প্রকাশকাল: 18 May 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। আমার প্রশ্নের উত্তর এখনো পেলাম না। প্রশ্ন করেছিলাম যে শুকরের পশম দ্বারা তৈরি ব্রাশ দিয়ে চুল আচড়ানো যাবে কিনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ আলেমের মতে শুকরের পশম দ্বারা তৈরি ব্রাশ দিয়ে চুল আচড়ানো জায়জ নয়। প্রখ্যাত ফিকহী বিশ্বকোষ আলমাওসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ তে আছে, ذَهَبَ الْجُمْهُورُ إِلَى نَجَاسَةِ شَعْرِ الْخِنْزِيرِ فَلاَ يَجُوزُ اسْتِعْمَالُهُ لأَِنَّهُ اسْتِعْمَالٌ لِلْعَيْنِ النَّجِسَةِ অর্থ: অধিকাংশ আলেম এই মত পোষন করেছেন যে, শুকুরের পশম নাপাক, সুতরাং তা ব্যবহার করা যাবে না। কেননা তা ব্যবহার অর্থই হলো নাপাক ব্যবহার করা। আলমাওসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ ২০/৩৫। কোন কোন আলেম অবশ্য জায়েজ বলেছেন। সতর্কতা হলো ব্যবহার না করা। আল্লহ ভাল জানেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।