As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 302
আসসালামু আলাইকুম স্যার আমি একটি টিশার্ট কম্পানীর জন্য অনলাইনে টিশার্ট ডিজাইন ও বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেই। আমার প্রশ্ন হল ডিজাইনে কোনো বের ছবি সংযুক্ত করা কি বৈধ হবে? আর মেয়েদের জন্য টিশার্ট ডিজাইন ও বিজ্ঞাপন দেয়া কি বৈধ হবে? (সকল ক্রেতা মার্কিন যুক্তরাস্ট্রের অধিবাসী)

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 302

প্রশ্ন

আসসালামু আলাইকুম স্যার আমি একটি টিশার্ট কম্পানীর জন্য অনলাইনে টিশার্ট ডিজাইন ও বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেই। আমার প্রশ্ন হল ডিজাইনে কোনো বের ছবি সংযুক্ত করা কি বৈধ হবে? আর মেয়েদের জন্য টিশার্ট ডিজাইন ও বিজ্ঞাপন দেয়া কি বৈধ হবে? (সকল ক্রেতা মার্কিন যুক্তরাস্ট্রের অধিবাসী)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে প্রাণীর ছবির ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। রাসূলুল্লাহ সা.বলেন, إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ অর্থ: কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন আজাবের সম্মুখীন হবে ছবি অংকনকারী। সহীহ বুখারী,হাদীস নং ৫৯৫০। অন্য হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন, من صور صورة في الدنيا يكلف يوم القيامة ان ينفخ فيه الروح وليس بنافخ যে ব্যক্তি দুনিয়ায় ছবি আঁকবে কিয়ামতের দিন তাকে তার (ঐ ছবির ) মধ্যে প্রান দেয়ার জন্য বলা হবে আর সে প্রান দিতে পারবে না। মুসনাদ আহমাদ, হাদীস নং ২১২৬। শায়খ শুয়াইব আরনাউত বলেছেন, সনদ সহীহ।