As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3019

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 May 2014

প্রশ্ন

হুজুর আমি একজন্য মধ্যবিত্ত ঘরের সন্তান । বাবা অসুস্থ হওয়ার কারনে অনেক কষ্টে আমাদের সংসার চলছে। আমি কিছু একটা করের চেষ্টা করছি কিন্তু পারছিনা। হয়তো আল্লাহ তায়ালার এখনো নির্দিষ্ট নময় হয়নি আমাকে দেওয়ার। হুজুর আমি অনের চাকরীর পরীক্ষা দিয়েছি কিন্তু কোনো ফল পাইনি। আমি ইউটিউবে আপনার অনেক ভিডিওর মধ্যেই দেখতে পাই যে, আপনি ঢাকার কোন এক ভাইয়ের সুন্নতি আমলের মাধ্যমে তার হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে দিয়েছেন। হুজুর আপনার কাছে অনেক আশা নিয়ে এই মেইলটা করছি, হুজুর আমাকেও এমন কিছু সুন্নতি আমল দিন যাতে আমি একটা চাজরি চাই ও অনুস্থ বাবার পাশে দ্বারাতে পারি। হুজুর একটু দয়া করেন।

উত্তর

ভাই, আপনি হয়তো জানেন না, স্যার রহি. মারা গেছেন। তবে যে সব দুআ পড়লে বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেসব দুআসহ অন্যান্য আরো অনেক দুআ জানতে পড়ুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত রাহে বেলায়াত বইটি। বইটি পেতে যোগাযোগ করুন 01715400640

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।