As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 2966
আস-সালামু আলাইকুম… ১। স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তি আপন জনকে একটি নির্দিষ্ট মসজিদ কিছু দান করতে বলেছে, তাহলে এই দান কি করা যাবে? ২। (যদি করা যায়) এই দান কি ওই নির্দিষ্ট মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে বা অন্য কোথায় দান করা যাবে? ৩। এই দানের সাথে মৃত ব্যক্তির কি

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2966

প্রশ্ন

আস-সালামু আলাইকুম… ১। স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তি আপন জনকে একটি নির্দিষ্ট মসজিদ কিছু দান করতে বলেছে, তাহলে এই দান কি করা যাবে?
২। (যদি করা যায়) এই দান কি ওই নির্দিষ্ট মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে বা অন্য কোথায় দান করা যাবে?
৩। এই দানের সাথে মৃত ব্যক্তির কি সম্পর্ক হতে পারে? আর এই স্বপ্নের অর্থ কি? ৪। মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে কিছু আদেশ-নিষেধ করলে কি পালন করা যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বপ্ন নিয়ে একটুও মাথা খামাবেন না। স্বপ্নের অর্থও খুঁজতে যাবেন না। স্বপ্নের মাধ্যমে মৃত ব্যক্তির আদেশ নিষেধ এগুলো মূলত কিছুই না। আপনি চাইলে কোন মসজিদে দান করতে পারেন। আপনি স্বপ্নে যে মসজিদ দেখেছেন সেখানেও দান করতে পারেন। দান না করলেও কোন সমস্যা নেই।