As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2958

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 Mar 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম… আমার প্রশ্ন হচ্ছে যে, … আমি রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাতে যাই কিন্তু রাতে যদি আমি টিভিতে খেলা দেখি তাহলে আমার অজুর কোন ক্ষতি হবে কি .. বিস্তারিত জানাবেন..

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে মানুষ রাত্রে ওযু করে ঘুমায় সে মানুষ কিভাবে টিভিতে খেলা দেখে? খেলা দেখায় দুনিয়া ও আখেরাতের কি উপকারিতা আছে? এভাবে খেলা দেখাকে ইসলাম অনুমোদন দেয় না। খেলা দেখা অবশ্যই পরিত্যাগ করতে হবে। ওযু করে ঘুমিয়ে যাবেন। ওযু করে নতুন করে গুনাহ করার দরকার নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।