As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 290

হালাল হারাম

প্রকাশকাল: 15 Nov 2006

প্রশ্ন

পরীক্ষার হলে কেউ যদি আমার টা দেখে লেখে বা আমি যদি কাউ কে দেখাই। আমি যদি কারো টা দেখে লিখি তবে?ভাই,জনাব, উওর টা দিলে সারা জীবনের জন্য উপকার হবে।

উত্তর

পরীক্ষায় কাউকে খাতা দেখানো কিংবা অন্যের খাতা দেখে লেখা দুটোই অন্যায়। এর থেকে বিরত থাকা আবশ্যক।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।