আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2876

ফিতরা

প্রকাশকাল: 14 ডিসে. 2013

প্রশ্ন

যারা নামায পড়ে না,তাদের যাকাত দিলে তা আদায় হবে কি?এবং শাড়ি লুঙ্গী দিয়ে যাকাত আদায় হবে কি?

উত্তর

নামায প্রধান ইবাদাত। অনেকেই বলেছেন নামায না পড়লে সে মুসলিমই থাকে না। মুসলিমই যদি না থাকে তাহলে তো তার জাকাত দেয়ার প্রশ্নই আসে না। তবে আমরা মনে করি নামায না পড়লে কঠিন গোনাহগার হবে ঠিকই কিন্তু যাকাত তার উপর ফরজ, যাকাত তাকে আদায় করতে হবে। শাড়ী-লু্ঙ্গি দিয়ে যাকাত আদায় করা যাবে। সাহাবী মুআয রা. ইয়ামানবাসীদের বলেন, ائتُوني بعَرْضٍ : ثيابٍ خَميصٍ ، أَو لَبيسٍ في الصدقة ، مكان الشعير والذُّرة ، أَهوَنُ عليكم ، وَخَيْرٌ لأصحاب رسولِ الله -صلى الله عليه وسلم- بالمدينة অর্থ: তোমরা জব এবং ভুট্টার পরবর্তে পোশাক সদকা (যাকাত কিংবা ফিতরা) দাও। কেননা তা তোমাদের জন্য সহজ এবং রাসূলুল্লাহ সা. এর সাহবীদের জন্য কল্যানকর। সহীহ বুখারী, বা-বুল আরযি ফিয যাকাত, ২/১১৬।