As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2871

বিবিধ

প্রকাশকাল: 9 Dec 2013

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর জানতে চাই। ১। কোনো কাজের জন্য, গায়ের মাহরাম কোনো ছেলের সহিত কোনো মেয়ের কোনো public place (University, Railway Station, Hospital) এ দেখা করা বা ফোনে কথা বলা কি যায়েজ হবে?
২।নারীদের নিকাব পরা কি ফরয? নিকাব পরলেও দুই চোখ সহ কপালের কিছু অংশ খুলে রাখা কি যায়েজ?
৩। অনেক মসজিদেই দেখা যায় যে, নামাজ শুরুর আগে ইমাম গোঁড়ালির ওপর প্যান্ট গুটিয়ে নিতে বলে, particular নামাজের সাথে প্যান্ট গুটানোর কি কোনো সম্পর্ক আছে?
৪। যাকাত এর জন্য তরল টাকার নিসাব কিভাবে হিসাব করব, স্বর্ণ না চাঁদির নিসাব অনুসারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। প্রয়োজনে পারবে, তবে অবশ্যই এভাবে কথা বলা যাবে না যাতে ঐ ছেলেটি মেয়েটির প্রতি আসক্ত হতে পারে। অর্থাৎ নরম কন্ঠে কথা বলবে না। প্রকাশ্যে কথা বলবে যাতে শয়তান কোন ধরণের ওয়াসওয়াসা না দিতে পারে। ২।চোখ ও কপালের অংশ যতটা সম্ভব ঢেকে রাখবে। সামান্য বের হয়ে থাকলে সমস্যা হবে না। ৩। নামাযে সাথে প্যান্ট গুটানোর সম্পর্ক নেই, তবে নামাযের মত একটা মহান ইবাদতের সময় যেন এই খারাপ কাজটি না হতে থাকে সে জন্য ইমাম সাহবেগণ এটা বলে থাকেন, এটা ভাল। ৪। ভাই, চাঁদির নিসাব অনুসারে বহু দিন ধরে হিসাব করা হচ্ছে। কিন্তু ইদানিং চাঁদির মূল্য অনেক কমে যাওয়ায় অনেক আলেমই বলছেন, স্বর্ণের নিসাব অনুযায়ী হিসাব করতে হবে। চাঁদির নিসাব অনুযায়ী হিসাব করার মধ্যেই অধিক সতর্কতা তবে কেউ চাইলে স্বর্ণের নিসাব অনুযায়ীও হিসাব করতে পারবে বলে মনে হয়। আল্লাহ ভাল জানেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।