আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2773

জান্নাত-জাহান্নাম

প্রকাশকাল: 2 সেপ্টে. 2013

প্রশ্ন

মুসলিম ছাড়া অমুসলিমরা কি কোনদিন জান্নাতে যাবে না? অমুসলিমদের কেউ যদি ভাল মানুষ হয়– ভাল কাজ করে—তবে তার প্রতিদান কি হবে? তারা কি স্থায়ী ভাবে — নিদিষ্ট ভাবেই জাহান্নামী হবে?

উত্তর

আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করে তার থেকে তা গ্রহন করা হবে না। সে আখেরাতে ক্ষতিগ্রস্থ হবে। কসূরা আলে ইমরান, আয়াত ৮৫। এই আয়াত থেকে বুঝা যায়, ইসলাম ব্যতীত কোন ধর্ম আখেরাতে কোন কাজে আসবে না। তাদের ভাল কাজগুলোর প্রতিদান তারা দুনিয়াতে পেতে পারেন।