As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 273

প্রশ্ন

আচ্ছালামুউলাইকুম আচ্ছালাম। স্যার,আমার কন্যা এক হিন্দু ছেলেকে রেজিষ্ট্রি আমার অগোচরে বিয়ে করে। আমি তাদের মেনে নিয়েছি। তৎপরবর্তী তারা স্কলারশীপ নিয়ে বিদেশে চলে যায়। মেয়ে ও জামাই দুজনেই পি এই ডি ডিগ্রি সম্পন্ন করে বিদেশেই অবস্থান করছে। বিদেশ যাবার দুই বছর পর জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে আমার জানামতে পাচ ওয়াক্ত সালাত আদায়সহ ইসলামের অন্যান্য নির্দেশ পালন করছে। তাদের একটি ছেলে হয়েছে। তার আকিকাও দেযা হয়েছে। জামাই দাড়ি রেখে চেষ্টা করে সব সুন্নত পালন করতে। বিদেশে থাকার কারনে পাসপোর্ট সমস্যার কারনে তার হিন্দু নামটিই রয়ে গেছে। তবে মনে প্রানে সে নিজেকে একজন খাটি মুসলমান মনে করে। আমার প্রশ্ন এ বিয়ে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি হিন্দু নামের মধ্যে শিরক জাতীয় কোন কিছু না থাকে তাহলে উক্ত নাম রেখে দেওয়া জাযেজ হবে। যেমন নিমাই, দুলাল, বাবু, শিমুল। আর যদি শিরক জাতীয় কোন কিছু থাকে তাহলে জায়েজ হবে না। যেমন কৃষ্ণ দাস। এই অবস্থায় পাসপোর্টে নাম বদল করা সম্ভন না হলেও নিজেদের ভিতর তাকে একটি ভাল নামে পরিচিত হতে হবে। বর্তমানে ইহুদী ও খৃষ্টানদের মাঝেও খাৎনা চালু আছে, বিশেষ করে ইহুদীদের মাঝে। তাই স্থানীয় যে কোন হাসপাতালে গিয়ে খাৎনা করানো যাবে।