As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2715

আদব আখলাক

প্রকাশকাল: 6 Jul 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ভাই আমার একটি পরদা সম্পর্কিত প্রশ্ন আছে। মেয়েদের শরীর ডাকা কুরআন এ আদেশ আছে। কিন্তু নিকাব /মুখ ডাকা কি কুরআন এ ফরজ করা হয়েছে? এটা কি না করলে গুনাহ হবে? আমার যানা মতে কুরআর এ শুধু হি্জাব পালন এর আদেশ আসছে। তবে মুখ খুলা রাখা যাবে কিন্তু শাজ সজ্জা করা যাবে না। এটা ই কি সত্য?আমি কুরআর থেকে সহি আদেশ জানতে চাই।

উত্তর

কুরআনের ঐ আয়াতের ভিত্তিতেই অধিকাংশ ফকীহের নিকট মুখ ঢাকা ফরজ। তবে অনেকে বলেছেন মুখ ঢ়াকা ফরজ নয়। তবে মুখ ঢেকে রাখা যে উত্তম এ ব্যাপারে সকলেই একমত। সুতরাং এই ফিৎনা ফাসাদের যুগে মুখ ঢেকে রাখা আবশ্যক বলে মনে হয় তবে কেউ যদি খোলা রাখে তাহেল সে পর্দা করছে না এমন বলা যাবে না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।