As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2688

বিবিধ

প্রকাশকাল: 9 Jun 2013

প্রশ্ন

জীব জন্তু, পশু পাখির কিংবা মানুষের ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানোর ক্ষেত্রে সহীহ হাদিস কি আছে? দয়া করে যদি রেফারেন্স সহ দিতেন খুব উপকৃত হতাম।

উত্তর

রাসূলুল্লাহ সা. এই সম্পর্কে বলেছেন, إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ.কিয়ামতের দিন সবচেয়ে বেশী শাস্থি দেয়া হবে ছবি অংকনকারীদের। সহীহ বুখারী, হাদীস নং ৫৯৫০।এই হাদীসের ভিত্তিতে জীব জন্তু, পশু পাখির কিংবা মানুষের ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানো সবই বড় ধনণের গুনাহ তা বুঝে আসে। এই ধরণের আরো হাদীস বর্ণিত আছে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।