As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2684

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Jun 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকম। ইসলামের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার সুন্নাত মানহাজ কি? প্রচলিত তাবলিগের দাওয়াত কি সুন্নাত সম্মত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ তোমার মানুষদেরকে হিকমতের সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে ডাক। সূরা নাহল, আয়াত ১২৫। সুতরাং দাওয়াতের মানহাজ হবে মানুষকে হেকমতের সাথে ভাল ভাল কথা বলে ইসলামের দিকে আহ্ববান করা। প্রচলিত তাবলীগ ভাল কাজের মধ্যে আছে। তবে মানুষ হিসেবে ভুল-ত্রুটি সবারই হতে পারে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।