As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2681

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Jun 2013

প্রশ্ন

আমি একটি মেয়েকে ভালোবাসতাম আমি কাউ কে না জানিয়ে মেয়ে ইচ্ছাতে বিয়ে করি। পরবতীতে মেয়ে বাবা আর ভাইরা বিষয়টা জানতে পারে। তারা মেয়েকে অন্য আরেক জায়গায় বিদেশি এক ছেলে সাথে Internet video call বিয়ে দেয়। মেয়েটা বিদেশি ছেলে কে আমার বেপারে বলার পর ছেলেটা বিয়ে ভেঙ্গে চলে যায়। আমার প্রশ্ন হলো? ১। আমাদের বিয়েটা কি হয়েছে? ২। যদি আমার বিয়েটা হয় তাহলে আমরা কি একসাথে সহবাস করতে পারবো? ৩। মেয়েটার বিয়েটা কি বিদেশি ছেলে সাথে হয়েছে? দয়া করে জানা বেন।

উত্তর

ভাই, হানাফী মাজহাব অনুযায়ী আপনাদের বিয়ে হয়ে গেছে। বাংলাদেশে সাধারণত এর উপরই আমল। যদি আপনি তালাক না দেন তাহলে ঐ ছেলের সাথে মেয়ের বিবাহ হবে না। সুতরাং সে আপনার স্ত্রী। আপনি আপনার শ্বশুর-শাশুড়ীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করুন। বিস্তারিত জানতে 01762629405

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।