As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 268
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি এবং আমার মা, পারিবারিক আর্থিক দরকারের জন্য গয়না বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সুদে লাগিয়েছিলাম তখন আমার বয়স অনেক কম ছিলো, আমি মাত্র ক্লাস ১০ এ পড়তাম। . সেই লোকগুলো ৩-৪ মাস টাকার লাভ দিয়ে, এখন প্রায় ৩ বছর ধরে আর লাভ দিচ্ছেনা

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 268

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি এবং আমার মা, পারিবারিক আর্থিক দরকারের জন্য গয়না বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সুদে লাগিয়েছিলাম তখন আমার বয়স অনেক কম ছিলো, আমি মাত্র ক্লাস ১০ এ পড়তাম। . সেই লোকগুলো ৩-৪ মাস টাকার লাভ দিয়ে, এখন প্রায় ৩ বছর ধরে আর লাভ দিচ্ছেনা বা আসলও ফেরত দিচ্ছে না. কুরআন সুন্নাহ জানতে পেরে আমরা তৌবা করেছি এবং লাভ এর টাকা মাফ করে দিয়েছি, তবে আমরা ব্যাংক এর কাছে ঋণগ্রস্ত, এবং আমাদের ঋণ দিনে দিনে বাড়ছে। আর অপর দিকে, তারা আমাদেরকে আমাদের আসল টাকাও দিচ্ছে না. এখন এই ক্ষেত্রে আমি বা আমার মা কি করতে পারি?

উত্তর

আপনারা সুদে টাকা খাটানোর পর গ্রাহকদের কাছে থেকে যে টাকা সুদ হিসাবে নিয়েছেন তা মূল টাকা থেকে বাদ দিন। এখন যে টাকা অবশিষ্ঠ থাকবে সেটাই আপনাদের প্রাপ্য টাকা। আপনারা গ্রাহকদের বলুন যে, তাদের পূর্ণ টাকা দিতে হবে না বরং সুদ হিসাবে যা দিয়েছে তা বাদে বাকী টাকা দিতে হবে। এমন করলে আশা করি তারা আপনাদের টাকা ফেরৎ দিবে। আর আপনারাও ব্যাংকের ঋন পরিষোধ করতে পারবেন।